লকডাউনে খাঁ খাঁ চারিদিক, জনহীন রাস্তায় ঘুরছে ময়ূর - বেলপাহাড়ি থানা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 23, 2020, 6:12 PM IST

চলছে লকডাউন । গাড়ি-ঘোড়া ও মানুষের যাতায়াত নেই৷ জনহীন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ময়ূর। এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রামে ৷ ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বিনপুর থানার আউলিয়া গ্রাম ৷ সেই গ্রাম সংলগ্ন একটি খালের কাছে ঝাড়গ্রাম -বাঁকুড়া 5 নম্বর রাজ্য সড়কে ওই পূর্ণবয়স্ক ময়ূরকে আপন মেজাজে ঘুরে বেড়াতে দেখা গেল। যদিও বেলপাহাড়ি থানার পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে যেমন কাঁকড়াঝোড় আমলাশোল , ময়ূরঝর্ণা, তামাজুড়ি, চাকডোবা সহ চুরিমারা বিভিন্ন গ্রামে হামেশাই ময়ূর দেখতে পাওয়া যায় l শুধু ময়ূর নয়, এই জঙ্গলমহলে দীর্ঘ লকডাউনে নানা ধরনের পশুপাখি দেখা গেছে l পরিবেশ হয়েছে সুন্দর সতেজ, দূষণমুক্ত হয়েছে বাতাস l

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.