দলের সত্যিটা বললেই বিজেপির তকমা, অভিযোগ জিতেন্দ্র-বিশ্বনাথদের - জিতেন্দ্র তিওয়ারি
🎬 Watch Now: Feature Video
জিতেন্দ্র তিওয়ারির পর একই মঞ্চ থেকে দলের কিছু নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল । তিনি বলেন, "দলের সত্যিটা তুলে ধরলেই বিজেপির লেভেল লাগিয়ে দেওয়া হচ্ছে । আমরা নাকি বিজেপি হয়ে গেছি । আর যারা মিথ্যে কথা বলে, পদলেহন করে, জোচ্চুরি করে তাঁরাই এখন দলের প্রিয় ।"