দুর্গাপুরের জঙ্গলে ছাড়া হল উদ্ধার হওয়া কয়েকশো টিয়া - released parrots in jungle
🎬 Watch Now: Feature Video
পাচারের আগে উদ্ধার হল কয়েক'শ টিয়া । আজ উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি ছেড়ে দেওয়া হল কাঁকসা ও লাউদোহার জঙ্গলে । এই পাখিগুলির মধ্যে বেশ কিছু পাখি অসুস্থ হওয়ায়, চিকিৎসা করে বনে ছেড়ে দেওয়া হল বলে জানিয়েছে বনবিভাগের আধিকারিকরা । কাঁকসার দেউলের জঙ্গল এবং লাউদোহার তিলাবনীর জঙ্গলে মোট 200 পাখি, প্রায় 160 টি পাখি বল্লভপুরে ছাড়া হবে । বিহারের পটনা থেকে শনিবার কাঁকসার বাঁশকোপার 2 নম্বর জাতীয় সড়ক হয়ে একটি লাক্সারি বাসে করে খাঁচা বন্দি অবস্থায় পাচার হচ্ছিল টিয়া । দুর্গাপুর এবং বর্ধমান বনবিভাগ বনদপ্তর খবর পেয়ে যৌথভাবে পাখিগুলিকে উদ্ধার করে । ঘটনায় 2 পাচারকারী গ্রেফতার হয়, দুই জনেই বিহারের বাসিন্দা । বাসটি বাজেয়াপ্ত করে বনবিভাগের আধিকারিকরা । গতকাল দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । বিচারক ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।