orange alert : নিম্নচাপের জেরে কমলা সতর্কতা জারি পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় - purba medinipur
🎬 Watch Now: Feature Video
নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় আবারও কমলা সতর্কতা জারি করল জেলা প্রশাসন। রবিবার থেকেই দিঘা, মন্দারমণি, তাজপুর, চাঁদপুর, শংকরপুর-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বইতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে যুক্ত হয়েছে সমুদ্রের উত্তাল হওয়া। তাই প্রশাসনের তরফ থেকে এই সতর্কর্তা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে যাঁরা মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে প্রশাসনের তরফে। নিষেধ করা হয়েছে সমুদ্রে নামতে। কোনও প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সি-বিচ গুলিতে। যদিও সমুদ্র সৈকত দিঘার সি-বিচে বসেই পর্যটকরা এই বৃষ্টি ও জলোচ্ছ্বাস উপভোগ করছেন।