পিঁয়াজ সংরক্ষণে ব্যবস্থা নিক সরকার, অনুরোধ বলাগড়ের কৃষকদের - কেন্দ্রীয় সরকার
🎬 Watch Now: Feature Video
বলাগড়ে অর্থকরী ফসল হিসাবে মূলত পিঁয়াজের চাষ করা হয় ৷ সাড়ে 3 হাজার হেক্টর জমিতে পিঁয়াজের চাষ করা হলেও সংরক্ষণের অভাবে পিঁয়াজের সঠিক দাম পায় না চাষিরা । কম দামেই বিক্রি করে দিতে হয় পিঁয়াজ ৷ লাভের মুখ না দেখায়, অসুবিধেয় পড়েন কৃষকরা ৷ আত্মহত্যার ঘটনাও ঘটে ৷ তাই সরকারের কাছে কৃষকদের অনুরোধ, পিঁয়াজ সংরক্ষণে যেন ব্যবস্থা নেওয়া হয় ৷