কাঁকসায় দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত 1 - পানাগড় ট্রাক দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসার চার মাইলে দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক লরি চালকের । গুরুতর আহত অপর চালক । শনিবার পানাগড়ের দিকে আসা একটি রান্নার গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে ইলামবাজারগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থানেই মৃত্যু হয় রান্নার গ্যাসবাহী লরির । দুর্ঘটনার জেরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে । পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থান থেকে লরি দুটিকে সরিয়ে থানায় নিয়ে যায় ৷ মৃত চালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷