Paray Shikshalaya : ফাঁকা মাঠে বসে শিক্ষক-শিক্ষিকারা, পড়ুয়াশূন্য জলপাইগুড়ির 'পাড়ায় শিক্ষালয়' - no student has come to attend Paray Shikshalaya
🎬 Watch Now: Feature Video
করোনা-আবহে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ যার ফলে শিকেয় উঠেছিল পড়াশুনা ৷ এদিকে দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ৷ ফলে উঁচু ক্লাসের জন্য সদ্য খুলেছে স্কুল-কলেজ ৷ এবার ছোটদের সমস্যা মেটাতে আজ থেকে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প চালু করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ কিন্তু প্রথমদিন দেখা গেল জলপাইগুড়ির সেন্ট্রাল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রয়েছেন শুধু শিক্ষক-শিক্ষিকারাই ৷ ক্লাস করতে আসেনি কোনও পড়ুয়া ৷ শিক্ষকরা বলছেন, ঠিকমত প্রচার করা হয়নি ৷ সেকারণেই এই ছবি ৷ আবার ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল ভিন্ন ছবি ৷ সরাসরি স্কুলে না হলেও খানিকটা পুরোনো ছন্দে ফিরতে পেরে খুশি পড়ুয়া-অভিভাবকরা ৷ ছাত্রদের পেয়ে আনন্দে ভাসছেন শিক্ষকরাও (WB Govt start Paray Shikshalaya for Primary Students) ৷
TAGGED:
ফাঁকা মাঠে বসে শিক্ষক