কালীপুজোর রাতে দক্ষিণেশ্বরে নেই চেনা ভিড় - Kalipuja 2020
🎬 Watch Now: Feature Video
বিশ্বব্যাপী কোরোনা আবহে থমকে গেছে অনেককিছুই । একাধিক বিধি-নিষেধ সহ দুর্গোৎসব আয়োজন করতে হয়েছে রাজ্যের সর্বত্র । একইভাবে কালীপুজোতেও ছিল একাধিক বিধি-নিষেধ । দক্ষিণেশ্বরের কালীপুজো আজ নেই চেনা ছবি । কোরোনার কারণে এই বছর ভিড় অনেকটাই কম মন্দির চত্বরে । মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজ়েশনের উপর জোর দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে । সামাজিক দূরত্ব মেনে পুজো দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে দক্ষিণেশ্বরে ।