Lakshmi Puja: বিক্রি কম লক্ষ্মী প্রতিমার, হতাশ মৃৎ শিল্পীরা - নদিয়ার মৃৎ শিল্পী
🎬 Watch Now: Feature Video
আগামিকাল কোজাগরী লক্ষ্মী পুজো ৷ আর এই লক্ষ্মীপুজোয় গত কয়েকবছরের তুলনায় সামান্য কিছুটা হলেও হাল ফিরছে মৃৎ শিল্পীদের ৷ তবে, হাল ফিরলেও লাভের আশা দেখছেন না নদিয়ার মৃৎ শিল্পীরা ৷ করোনা সংক্রমণের জেরে গতবছর থেকে বাঙালির উৎসবে ভাটা পড়েছে ৷ কাজ হারিয়েছেন অনেকে ৷ এই পরিস্থিতিতে গত বছর লক্ষ্মী প্রতিমা সেভাবে বিক্রি হয়নি ৷ ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মৃৎ শিল্পীরা ৷ এ বছর লক্ষ্মী প্রতিমা তুলনায় অনেক বেশি বিক্রি হচ্ছে ৷ কিন্তু, বর্তমান মন্দার বাজারে সেই বিক্রিতেও লাভের মুখ দেখার আশা করছেন না তাঁরা ৷