Puja Parikrama : 'আগমনীর সানাই' বাজিয়ে মায়ের আরাধনায় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব - Siliguri
🎬 Watch Now: Feature Video
হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রই এবারের থিম করেছে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। 52 তম বর্ষে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের থিম "আগমনীর সানাই বাজে, সাজবে উমা নতুন সাজে।" ক্লাব প্রাঙ্গণে খোলামেলা পরিবেশে তৈরি হবার সুসজ্জিত মণ্ডপে থাকছে সানাই, একতারা, মাউথ অর্গান সহ নানা জানা-অজানা বাদ্যযন্ত্রর কাটআউট। যা সাধারণ মানুষকে ফিরিয়ে নিয়ে যাবে অতীতের সুর মাখানো ইতিহাসে। এক সময় বিয়ে বাড়ি থেকে নানা অনুষ্ঠানে সানাইয়ের সুর শোনা যেত তবে আজকাল আধুনিকতার ছোঁয়ায় সেইসব সুর বিলুপ্তির পথে। আর সেই ইতিহাসকে তুলে ধরেই থিম করেছেন হায়দারপাড়া স্পোটিং ক্লাবের পুজো উদ্যোক্তারা।