Narendrapur Blackmail : অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো তুলে 10 লাখ টাকা দাবি, গ্রেফতার মা ও মেয়ে - গোপন ভিডিয়ো ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল
🎬 Watch Now: Feature Video
ফেসবুকে আলাপ ৷ এরপর প্রেম ও ঘনিষ্ঠতা ৷ ফেসবুকে আলাপ জমিয়ে ব্যারাকপুরের এক ব্যক্তিকে নরেন্দ্রপুরের বাড়িতে ডাকেন মহালক্ষী মুখোপাধ্যায় নামে এক মহিলা (Mother and daughter arrest for blackmailing man) ৷ অভিযোগ, সেখানে দু'জনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো রেকর্ডিং করে মহিলার মেয়ে সুচেতা মুখোপাধ্যায় ৷ এরপর সেই ভিডিয়ো দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল (Narendrapur Blackmail) ৷ ওই ব্যক্তির কাছে 2 লাখ টাকা দাবি করা হয় ৷ তার মধ্যে 2 লাখ টাকা দেন তিনি ৷ এরপর ফের টাকা চাওয়ায় পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি ৷ মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ তদন্তে নেমে মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক ৷