"দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, কেশপুর-নন্দীগ্রাম মাঙ্গোগে তো চির দেঙ্গে" - কেশপুর-নন্দীগ্রাম মাঙ্গোঙ্গে তো চির দেঙ্গে
🎬 Watch Now: Feature Video
কেশপুরের আনন্দপুরে পালটা সভা করতে এসে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন মদন মিত্র । বলেন, দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, কেশপুর-নন্দীগ্রাম মাঙ্গোগে তো চিড় দেঙ্গে।" কেশপুর ব্লকের আনন্দপুরের যে ময়দানে শুভেন্দু অধিকারী সভা করেছিলেন, সেই একই ময়দানে আজ পালটা সভা করে তৃণমূল। বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, "ফের যদি তরোয়াল হাতে দেখেছি, তরোয়াল সহ পাঞ্জাটা কেটে নেব । হ্যাঁ, প্রেসের সামনে বলছি।"