জেটলির মৃত্যু দলের নয়, দেশেরও ক্ষতি ; বললেন সায়ন্তন ও লকেট - জেটলির মৃত্যুতে সায়ন্তনের প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
অরুণ জেটলির মৃত্যুকে শোকপ্রকাশ করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ বলেন, "জেটলিজির মৃত্যু শুধু দলের ক্ষতি নয়, দেশেরও ক্ষতি ৷ তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ, সফল মন্ত্রী ও মানুষ ৷ রাজনীতির ইঁদুর দৌড়ে কোনওদিন অংশ নেননি ৷ নীতির উপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন ৷ আমার একবার দেখা করার সুযোগ হয়েছিল ৷ তাতে বুঝেছি, তিনি সোজাসাপটা কথা বলতে ভালোবাসতেন ৷" অন্যদিকে লকেট চ্যাটার্জি বলেন, "আজ দেশ একজন সফল রাজনীতিবিদকে হারাল ৷ আত্মার শান্তি কামনা করি ৷ 130 কোটি দেশবাসীর মনে রাখবে জেটলিজিকে ৷ আমরা রাজনীতির একজন অভিভাবককে হারালাম ৷"