খাঁচার মধ্যে খেলায় মত্ত ছোট্ট রিকা - রয়াল বেঙ্গল টাইগার
🎬 Watch Now: Feature Video
কোরোনা সংক্রমণের জেরে বন্ধ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক । ফলে কয়েক মাস ধরে দর্শকদের দেখা না পেয়ে মন খারাপ শীলার দুই শাবক রিকা ও ইকার । তাই তাদের মনোরঞ্জনের জন্য খেলাধূলার ব্যবস্থা করেছে পার্ক কর্তৃপক্ষ । তাদের খাঁচায় রাখা হয়েছে খেলাধূলার সরঞ্জাম । সেই সব সামগ্রী নিয়ে দিব্যি খেলায় মেতেছে খুদে রিকা ও ইকা । তাদের খেলার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন পার্কের কর্মীরা ।