গান সেলুটে শেষ শ্রদ্ধা ITBP জওয়ানকে - আইটিবিপি জওয়ানের মৃত্যুর খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5286285-151-5286285-1575613261864.jpg)
সহকর্মীর গুলিতে মৃত ITBP জওয়ান বিশ্বরূপ মাহাতর মৃতদেহ পৌঁছালো পুরুলিয়ার কুকড়ামুড়ায় গ্রামের বাড়িতে l গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ গ্রামেরই অদূরে করা হয় তাঁর দেহ সৎকার l ঘটনাস্থানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত l গত 4 ডিসেম্বর সহকর্মী মাসুদুল রহমানের গুলিতেই প্রাণ হারান চার ITBP জওয়ান ৷ তাঁদের মধ্যে ছিলেন বিশ্বরূপও ৷ পরে মাসুদুল আত্মহত্যা করে ৷