Haldia Exide : কারখানার জন্য জমি দিয়ে মেলেনি চাকরি, হলদিয়ায় বিক্ষোভ জমিদাতাদের
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ায় এক্সাইড কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কারখানার জন্য জমি দেওয়া পরিবারের সদস্যরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, এই কারখানার জন্য তাঁরা জমি দিয়েছিলেন চাকরির প্রতিশ্রুতিতে । কিন্তু স্থানীয় বেকার যুবক বা উদ্বাস্তুদের বাদ দিয়ে কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে লোক নিয়োগ করছে । এক বিক্ষোভকারী অনামিকা মণ্ডল আক্ষেপ করেন কারখানা তৈরির জন্য নিজের বাসস্থান দিলেও চাকরি জোটেনি ।তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে জানিয়ে হুঁশিয়ারি দেন তিনি । কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।