দ্বিতীয় লকডাউনে জনশূন্য কলকাতার রাস্তাঘাট - জনশূন্য কলকাতা
🎬 Watch Now: Feature Video
সেপ্টেম্বরের দ্বিতীয় লকডাউনে প্রায় জনশূন্য কলকাতা । বন্ধ দোকানপাট, সুনসুন রাস্তাঘাট । কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই আজ একই চিত্র । বিভিন্ন জায়গায় পুলিশ চেকিং চলছে । ছাড়ের আওতায় থাকা গাড়ি ছাড়া বাকিদের উপযুক্ত নথি দেখে তবেই যেতে দিচ্ছেন কর্তব্যরত পুলিশকর্মীরা ।