আগামী বছর থেকে কৃত্রিম পুকুরে প্রতিমা নিরঞ্জনের পরিকল্পনা কলকাতা পৌরনিগমের - idol immersion in artificial pond
🎬 Watch Now: Feature Video
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে প্রতিমা নিরঞ্জন চলছে গঙ্গার ঘাটগুলিতে । দূষণ প্রতিরোধ করতে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই ক্রেন দিয়ে কাঠামো তুলে নেওয়া হচ্ছে জল থেকে । পরে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের গাড়ি কাঠামোগুলো সরিয়ে ফেলছ অন্যত্র । দূষণ প্রতিরোধে আগামী বছর থেকে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কৃত্রিম পুকুর তৈরি করে তাতে প্রতিমা নিরঞ্জনের পরিকল্পনা করা হচ্ছে ।