স্কুলের মাঠে মাইক বাজিয়ে কীর্তন ! - উত্তর 24পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সেরেরাটি প্রাথমিক স্কুল
🎬 Watch Now: Feature Video
স্কুলের মাঠে মাইক বাজিয়ে চলছে কীর্তন । তার জেরে শিকেয় উঠেছে পঠন-পাঠন । ঘটনা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সেরেরাটি প্রাথমিক স্কুলের । স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে স্কুলের মাঠে প্যান্ডেল করে কীর্তন শুরু হয়েছে । চলবে রবিবার পর্যন্ত । উচ্চস্বরে মাইক বাজিয়ে চলছে হরিনাম সংকীর্তন । আর সেই কীর্তনের জেরে শিকেয় উঠেছে কচিকাঁচাদের পড়াশোনা । মাইক বাজানোর ফলে একদিকে যেমন ওই প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে । তেমনই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে । স্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার সাউ অবশ্য জানিয়েছেন, ‘‘কীর্তনে আমার অনুমতি দেওয়া বা না দেওয়ার এক্তিয়ার নেই । আমি ম্যানেজিং কমিটিকে জানিয়েছি । সঙ্গে আমি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি লিখিতভাবে সব জানিয়েছি ।’’