নিজের গদি বাঁচাতে দলীয় কর্মীদের বদনাম করছেন মমতা : কৈলাস - kailash vijaybargiya
🎬 Watch Now: Feature Video
বাংলায় শান্তি আসুক ও তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক । তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে এই প্রার্থনা করেছেন বলে জানালেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "আজ আমি এখানে আসার সময় দেখলাম BJP-র কার্যালয়ে আগুন লাগানো হয়েছে । রাজ্য জুড়ে BJP কর্মীরা আক্রান্ত হচ্ছে । তাও পুলিশ তৃণমূলের গুন্ডাদের গ্রেপ্তার না করে BJP কর্মীদের গ্রেপ্তার করছে । এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ি ।" কাটমানি ফেরত প্রসঙ্গে বলেন, "নিজের গদি বাঁচাতে দলের কর্মীদের বদনাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা লজ্জাজনক ।"