বেআইনি খাদানে মৃতদের বাড়িতে BJP প্রতিনিধি দল - বিজেপি
🎬 Watch Now: Feature Video
আসানসোলের কুলটির একটি বেআইনি খাদানে কয়লা কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসের ফলে প্রাণ হারান তিন শ্রমিক ৷ উদ্ধারকারী দলও ব্যর্থ হয়৷ পাঁচ দিন পর NDRF ওই তিনজনের দেহ উদ্ধার করে৷ মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা করার পাশাপাশি সমবেদনা জানাতে তাঁদের বাড়ি যায় BJP-র একটি প্রতিনিধি দল । জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে BJP-র নেতা কর্মীরা এঁদের বাড়িতে যান । তিনি এই মৃত্যুর জন্য তৃণমূলকেই দায়ি করেন ৷ বলেন, বেআইনি খাদানে মদত দেওয়া হচ্ছে ৷ তাই দুর্ঘটনা ৷ তিনটি পরিবারকেই 10 হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় BJP-র তরফে ৷ দেখুন ভিডিয়ো..