"সহকর্মীদের" তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার ডাক শুভেন্দুর - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কয়েজন নেতা বেসুরো । সেই প্রসঙ্গে আজ শুভেন্দু অধিকারী বলেন,"রাজীব, প্রবীর সবাই বেসুরো গান গাইছে, কী করবে আমি জানি না । এমনকী সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে আমাকে ফোন করছে । আমি সবাইকে বলেছি কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কম্পানিতে থাকুন আর সহকর্মী, সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে।" লোকসভা ভোট প্রসঙ্গে বলেন, আরামবাগে চুরি করে জিতেছে। 16টা মেশিন গুনতে দেয়নি। এসডিও,বিডিও,ডিএমদের দিয়ে 16টা মেশিন গুনতে দেয়নি। আরামবাগ বিজেপি জিতেছে। বাকি শ্রীরামপুর উত্তরপাড়া ভোকাট্টা । জিতিয়েছে কে রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ সে তো এখন আবার বেসুরো।"