দাবিপূরণ না হলে পুরভোটের আগে কাজ বয়কট, হুঁশিয়ারি স্বাস্থ্যকর্মীদের - দাবিপূরণ না হলে পুরভোটের আগে কাজ বয়কট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10131721-617-10131721-1609858991843.jpg)
আজ পৌর স্বাস্থ্যকর্মীদের একটি সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন বিভিন্ন দাবি নিয়ে পথে নামে । চাকরি এবং বেতন সংক্রান্ত দাবিগুলি পূরণ না হলে পুরভোটের আগে পুরসভার যাবতীয় কাজ বয়কট করবেন পুর স্বাস্থ্যকর্মীরা এমনই দাবি জানান তাঁরা । তাঁদের মূল দাবিগুলি বেতন বৃদ্ধি ,অবসরকালীন ভাতা ও অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে নির্দেশনামা জারি করার কথা তোলেন তাঁরা । এর জন্য এদিন দুপুরে তাঁরা মিছিল করেন রাসবিহারী মোড়ে অবরোধ করেন । পৌরমন্ত্রীর আশ্বাসে এ দিনের আন্দোলন প্রত্যাহার করলেও আগামী সাত দিনে তাঁদের দাবিপূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান ।
TAGGED:
পুর স্বাস্থ্যকর্মী