মানুষ আস্তাকুঁড়ে না ফেললে মমতা পদত্যাগ করবেন না : মুকুল - bjp kolkata
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3389978-thumbnail-3x2-mukul.jpg)
"নিজেই বললেন পদত্যাগ করেছেন নিজেই গ্রহণ করলেন না, এই করে একটা নাটক তৈরি করলেন । মমতা ব্যানার্জি জীবনে পদত্যাগ করবেন না । ক্ষমতায় থাকার যে স্বাদ তিনি পাচ্ছেন তা থেকে কোনওমতেই সরবেন না । দরকার পড়লে আমার কথাটা লিখে রাখুন । বাংলার মানুষ যতদিন না নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মমতা ব্যানার্জিকে আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছে ততদিন পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না ।" সাংবাদিক বৈঠকে আজ একথা বললেন মুকুল রায় । পাশাপাশি তিনি বলেন, "কাল একটা অদ্ভুত কথা শুনলাম । উনি বললেন "আমি মুসলিম তোষণ করি ।" তারপরই বললেন, "যে গোরু দুধ দেয় তার লাথিও খেতে হয় ।" তাহলে মুসলিম সম্প্রদায় কি গোরু ? ওঁর এই বিষয়টি স্পষ্ট করা উচিত ।" দেখুন ভিডিয়ো...