কেন্দ্রীয় প্রকল্পের টাকার ভাগ চাইল পঞ্চায়েত প্রধান ! - দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রী আবাস যোজনার 60 হাজার টাকা পান কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রামের বাসিন্দা মধু কয়াল । তা থেকে 20 হাজার টাকার দাবি করেন পঞ্চায়েত প্রধান সতীশ সর্দার, এমনই অভিযোগ করেন মধু কয়াল । টাকা না দিতে চাওয়ায় পরিবারের সদস্যদের মারধর করা হয় । অন্যদিকে পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।