রাস্তার ধার থেকে উদ্ধার অর্ধদগ্ধ জবকার্ড ও স্বাস্থ্যসাথীর কার্ড - Jayanagar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10046578-thumbnail-3x2-a.jpg)
জয়নগরে রাস্তার ধার থেকে অর্ধদগ্ধ কয়েক হাজার জবকার্ড ও স্বাস্থ্যসাথীর কার্ড উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত বলে অভিযোগ গ্রামবাসীদের । দক্ষিণ 24 পরগনার জয়নগর এক নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন হাটপাড়া সংলগ্ন এলাকার ঘটনা । খবর দেওয়া হয় পুলিশে ৷ জয়নগর থানার পুলিশ অর্ধদগ্ধ নথিগুলি উদ্ধার করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন ৷ যদিও, উদ্ধার হওয়া কাগজগুলি 2005 সালের বলে জানিয়েছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর দাবি, তৃণমূলকে বদনাম করতেই বিজেপির এই চক্রান্ত ৷