বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের সামনে কবর! চাঞ্চল্য এলাকায় - কবর
🎬 Watch Now: Feature Video
বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের সামনে একটি ছোট কবর ঘিরে চাঞ্চল্য । আগাছার ঝোপের মধ্যে রয়েছে কবরটি ৷ কবরের চারপাশে তোষক ও একাধিক ধূপকাঠির প্যাকেট রয়েছে । যদিও, কবরে কী রয়েছে এখনও জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । বিশ্বভারতী কর্তৃপক্ষ ও ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েই এই কবরটি খুঁড়ে দেখা হবে ।