ফের গঙ্গার ছোবল কালিয়াচক 3 ব্লকে, নদীগর্ভে 70টি বাড়ি - মালদায় নদীগর্ভে 70টি বাড়ি
🎬 Watch Now: Feature Video
ফের গঙ্গার ভাঙন কালিয়াচক 3 ব্লকে ৷ এবার নদীর গ্রাসে বীরনগর 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তত 70টি বাড়ি ৷ এই নিয়ে চতুর্থ দফায় এই এলাকায় ভাঙনের ঘটনা ঘটল ৷ এই বিষয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, "বীরনগর 1 নং গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে ৷ খবর পাওয়া গিয়েছে, আজকের ভাঙনে বেশ কিছু বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে ৷ রাত পর্যন্ত এলাকায় রয়েছেন প্রশাসনের লোকজন ৷ দুর্গতদের ত্রাণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আগামীকাল ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে ৷ গোটা বিষয়টি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ সেখানকার ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থানে পৌঁছেছেন ৷"