লকডাউন অমান্য করায় কান ধরে ওঠবোস, নদিয়ায় চলল লাঠিচার্জও - lockdown in West Bengal
🎬 Watch Now: Feature Video
রাজ্যে মোট সংক্রমিত 50 হাজার ছুঁতে চলেছে । শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণও । এই পরিস্থিতি মোকাবিলায় আজ সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে লকডাউন । বন্ধ বাজার-দোকানপাট । কিন্তু লকডাউন অমান্য করেই রাস্তায় বেরিয়েছে অনেকে । মুখে মাস্কও পরছে না একাংশ । যার জেরে আগের থেকে অনেক বেশি কড়া হাতে পরিস্থিতি সামলাতে দেখা গেল পুলিশকে । সকাল থেকেই চলল নজরদারি । চলল পুলিশি ধরপাকড়ও । রাস্তায় বের হতে দেখলেই লাঠিচার্জ, কান ধরে ওঠবোস করাতেও দেখা গেল ।