শান্তিপুর রাসমেলায় প্রৌঢ়দের বিনামূল্যে খাবার - Shantipur Raas Utsav
🎬 Watch Now: Feature Video
শান্তিপুর রাসমেলায় প্রৌঢ় দর্শনার্থীদের জন্য এবার বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেন কয়েকজন স্থানীয় যুবক ৷ শান্তিপুরে রাস দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য পৌরসভার তরফ থেকে তাবু টাঙিয়ে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে ৷ তবে এবার বিনামূল্যে খাবার পেয়ে খুশি শান্তিপুরের রাস যাত্রীরা ৷