'বেসুরো' প্রবীর ঘোষালকে কটাক্ষ ফিরহাদের - প্রবীর ঘোষাল
🎬 Watch Now: Feature Video
"বিধায়ক থেকে যা পাওয়ার পেয়ে গেছেন, তাই বেসুরো প্রবীর ঘোষাল"। হুগলির কামারপুকুর থেকে এভাবেই প্রবীর ঘোষালকে বিঁধলেন ফিরহাদ হাকিম । এদিন পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে, কামারপুকুরে বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন তিনি । মমতার সভায় বিধায়ক প্রবীর ঘোষালের না আসা প্রসঙ্গে তিনি বলেন, বিধায়ক হয়ে যা পাওয়ার তা পেয়ে গেছেন প্রবীর ঘোষাল, তাই তিনি বেসুরো । তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে কিছু বলার থাকলে নির্বাচনের আগে কেন, একবছর আগে বীরত্ব দেখানো উচিত ছিল । ফিরহাদের মতে, এবারও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, তাই যাঁরা এরকম বিরুদ্ধে কথা বলছেন তাঁরা মূর্খের স্বর্গে আছেন ।