সালকিয়ার নারায়ণী আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন - salkia
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12690329-thumbnail-3x2-agun.jpg)
সালকিয়ার নারায়ণী আবাসনে আগুন ৷ আতঙ্কে নিচে নেমে এলেন বাসিন্দারা ৷ ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন । দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, বৈদ্যুতিক সংযোগ থেকেই কোনওরকমে মিটার বক্সে আগুন লাগে ৷ ঘটনার জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।