আসানসোলে বরফ ফ্যাক্টরিতে আগুন - আগুন
🎬 Watch Now: Feature Video
আসানসোলে বরফ ফ্যাক্টরিতে আগুন । গতকাল গভীর রাতে আসানসোলের মৌজুরি এলাকায় একটি বরফের ফ্যাক্টরিতে হঠাৎই আগুন লাগে । ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন । প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ফ্যাক্টরিটি । পাশাপাশি তিন-চারটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে । শট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান । স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ফ্যাক্টরি বেআইনিভাবে চলছিল । জনবহুল জায়গায় এমন ফ্যাক্টরি চলা উচিত নয় । অন্যদিকে , রাতেই ঘটনাস্থানে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য শ্যাম সোরেন । তিনি জানিয়েছেন, বাসিন্দারা যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের বিষয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জানানো হয়েছে । নিশ্চয় ক্ষতিপূরণ পাবেন তাঁরা ।