বিশাখাপত্তনমের হিন্দুস্তান পেট্রলিয়ামের তেল শোধনাগারে আগুন - আগুন
🎬 Watch Now: Feature Video
বিশাখাপত্তনমের হিন্দুস্তান পেট্রলিয়ামের তেল শোধনাগারে আগুন ৷ আজ দুপুর নাগাদ ভাইজ়াগের মালকাপুরামে ওই তেল শোধনাগারে আগুন লাগে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি ৷ পুলিশের অনুমান কয়েকজন কর্মী ঘটনায় আহত হতে পারেন ৷