thumbnail

By

Published : Jun 19, 2021, 7:01 PM IST

ETV Bharat / Videos

বিশ্ববিজ্ঞানী তালিকায় ঠাঁই পেয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের অধ্যাপকদের তফাত নিয়ে ক্ষোভ সুজিতবাবুর

বিশ্ববিজ্ঞানী রাঙ্কিংয়ে ফের মেদিনীপুরের জয়জয়কার ৷ সম্প্রতি বিশ্ববিজ্ঞানী ব়্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানীর নাম উঠে এসেছিল ৷ এরই মধ্যে বিশ্ববিজ্ঞানী রাঙ্কিংয়ে নাম উঠে এল মেদিনীপুর কলেজের ৷ বিজ্ঞানীদের তালিকায় জায়গায় করে নিয়েছেন সাতজন অধ্যাপক । আর এই সাতজনের মধ্যে রয়েছেন মেদিনীপুর কলেজের অধ্যাপক তথা গণিত বিশেষজ্ঞ সুজিতকুমার দে ৷ বিশ্বে তিনি 45 হাজার 498 এবং দেশে 6 হাজার 57 রাঙ্কিংয়ে রয়েছেন । বিশ্ববিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিতে পেরে তিনি খুশি ৷ তিনি জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে তফাৎ করা হত ৷ সেক্ষেত্রে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা ব়্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ায় সেই তফাৎটা ঘুচল বলা যেতে পারে ৷ তাঁর মতে, এখনকার দিনে ছাত্রছাত্রীদের কাজে অনীহা রয়েছে ৷ শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে ৷ ভাল কাজ ও দারিদ্র্যতা দূর হলেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানকে ছাপিয়ে ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নেবে বাংলার ছেলে-মেয়েরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.