Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র - সবজির কালোবাজারি
🎬 Watch Now: Feature Video
করোনা পরিস্থিতির মধ্যেও শাক-সবজি এবং মাছের বাজের কালোবাজারির অভিযোগ উঠেছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকায় ৷ সেই সময় কালোবাজারি রুখতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় লাগাতার অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ৷ কালীপুজোর আগে একই রকমভাবে অভিযানে নামল ইবি ৷ মঙ্গলবার বেনাচিতি সবজি বাজারে অভিযান চালায় পুলিশ ৷ কোনও আড়তদার বেশি দামে সবজি বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা হয় ৷ পাশাপাশি সবজি বিক্রেতা এবং ক্রেতাদের মাস্ক পরার নির্দেশ দেন আধিকারিকরা ৷ জানিয়ে দেওয়া হয়, ক্রেতা এবং বিক্রেতারা মাস্ক ছাড়া বাজারে যেতে পারবেন না ৷ বেনাচিতির মাছ বাজারেও হানা দেন ইবি’র আধিকারিকরা ৷