খাবারের খোঁজে ঝাড়গ্রামের গ্রামে দাপিয়ে বেড়াল দাঁতাল - elephant
🎬 Watch Now: Feature Video
সাতসকালে খাবারের সন্ধানে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে ঢুকে পড়ল এক দলছুট দাঁতাল ৷ গ্রামের বাজারে ঢুকে কয়েকটি দোকান ভেঙে দেয় ৷ পরে গ্রামবাসীদের তৎপরতায় বাঁকড়া জঙ্গলে ফিরে যায় হাতিটি ৷ তবে তার আগে গোটা গ্রাম দাপিয়ে বেড়ায় সে ৷ অভিযোগ, কাছেই বনদপ্তরের অফিস থাকলেও হাতি তাড়াতে কোনও বনকর্মী এগিয়ে আসেনি ৷
Last Updated : Aug 13, 2020, 5:08 PM IST