Sonarpur Durga Puja : নতুন বছরে সম্প্রীতির বার্তা দিতে সোনারপুরে 'অকাল বোধন' - Sonarpur Durga Puja
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি বাংলার দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ সেই খুশিতে শীতের মধ্যেও দুর্গাপুজোর আয়োজন করা হল সোনারপুরে ৷ রাজপুর-সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে এই পুজোর আয়োজন করা হয়েছে । যার নাম দেওয়া হয়েছে মা দুর্গার অকাল বোধন । এই পুজো থেকে নতুন বছরে রাজ্যে সম্প্রীতির বার্তা দিয়েছেন উদ্যোক্তারা (durga puja on the first day of new year in sonarpur) ৷
TAGGED:
Sonarpur Durga Puja