Sovabazar Rajbari : ষষ্ঠীতে বোধন, বেলতলায় চণ্ডী পুজো করে দেবীকে আবাহন শোভাবাজার রাজবাড়িতে - Sovabazar Rajbari
🎬 Watch Now: Feature Video
ষষ্ঠীর সন্ধ্যার শোভাবাজার রাজবাড়িতে হয়ে গেল বোধনের পুজো । বেলতলায় চণ্ডী পুজো করে দেবীকে আবাহন করার প্রথা এই রাজবাড়িতে । প্রথা মেনে রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় বোধনের পুজো । দেবীকে গয়না পরানো হয় । কপালে সোনার টিপ, সোনার নথ দিয়ে সাজানো হয় দুর্গা প্রতিমাকে । এর পরে দেবীর হাতে দেওয়া হয় অস্ত্র । এটাই শোভাবাজার রাজবাড়ির প্রথা । করোনার জেরে কড়াকড়ি করা হয়েছে রাজবাড়ির পুজোর নিয়মে । ফলে বাইরের দর্শনার্থীদের এ বছর আসতে দেওয়া হয়নি এই রাজবাড়িতে । বাড়ির সদস্যদেরও মেনে চলতে হচ্ছে কঠোর করোনা বিধি । তবে ইটিভি ভারতকে বিশেষ অনুমতি দেওয়া হয় এই রাজবাড়ির বোধনের পুজো সরাসরি সম্প্রচারের ।