দুর্গা দ্বিভূজা, বলাগড়ের পুজোয় প্রতীকী নরবলি - বলাগড় মঠ বাড়ির পুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 8, 2019, 10:06 PM IST

সনাতন হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে শুরু হয়েছিল বলাগড়ের মঠ বাড়ির দুর্গাপুজো । মা দুর্গা এখানে দশভূজা নন । দু'হাতেই অসুর নিধন করতে দেখা যায় মঠ বাড়ির প্রতিমাকে । কার্তিক নয়, প্রতিমার বাঁ দিকে গণেশের অধিষ্ঠান । ডান দিকে রয়েছেন কার্তিক । পুজোর সূচনা লগ্ন থেকেই প্রচলন ছিল নরবলির । আজও সেই রীতি পালন করা হয় । তবে পুরোটাই প্রতীকী পদ্ধতিতে । চালের গুঁড়ো দিয়ে মানুষের পুতুল তৈরি করে তার বলি দেওয়া হয় । এখানেই শেষ নয় । মঠ বাড়ির দুর্গাপুজো ঘিরে রয়েছে আরও বিশেষত্ব । 1307 সালে এই মঠবাড়ি তৈরি হওয়ার সময় তালপাতার পুঁথিতে লেখা হয়েছিল পুজোর মন্ত্র । আজও সেই মন্ত্রেই পূজিত হন দেবী দুর্গা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.