ডাম্পারের ধাক্কায় ভাঙল রেলগেট, থামল পদাতিক এক্সপ্রেস - ডেঙ্গুয়াঝার রেলগেটের ঘটনা
🎬 Watch Now: Feature Video
ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল রেলগেট । সিগনাল না পেয়ে দাঁড়িয়ে থাকল পদাতিক এক্সপ্রেস । জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝার রেলগেটের ঘটনা । শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার আসছিল ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস ৷ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা করছেন রেলকর্মীরা ৷