দার্জিলিং জেলায় চার হাসপাতালে কোরোনা টিকাকরণের ড্রাই রান - corona vaccination
🎬 Watch Now: Feature Video
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শুক্রবার দার্জিলিং জেলাতেও শুরু হল কোরোনার টিকাকরণের ড্রাই রান। কোরোনার টিকা মজুত করার জন্য জেলার 13 হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে বাছাই করেছে জেলা স্বাস্থ্য দপ্তর । শুক্রবার দার্জিলিং সদর হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে কোরোনার প্রতিষেধক দেওয়ার মহড়া হয় । প্রাথমিকভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও কোরোনার টিকাকরণের মহড়া হয়েছে ।