রদবদল বাঁকুড়া তৃণমূলে, গরহাজির জেলার মুখপাত্র - District Spokesperson was absent on district level tmc meeting in Bankura
🎬 Watch Now: Feature Video
গোষ্ঠী কোন্দল সামাল দিতে বাঁকুড়ায় নতুন জেলা কমিটি গঠন হল তৃণমূলের । অনুষ্ঠানে গরহাজির ছিলেন জেলার মুখপাত্র । 136 জনের জেলা কমিটির বদলে নতুন কমিটিতে রাখা হল 130 জনকে । দলের জেলার চেয়ারম্যান, জেলা সভাপতি এবং 3 জন কো-অর্ডিনেটর ছাড়াও কমিটিতে থাকছে 18 জন সহ-সভাপতি, 20 জন সাধারণ সম্পাদক, 12 জন সম্পাদক, জেলার 10 জন বিধায়ক । এছাড়াও বিভিন্ন শাখা সংগঠনগুলোর থেকে থাকছেন সভাপতিরা ৷ নতুন জেলা কমিটিতে 21 জন নতুন সদস্য জায়গা পেয়েছেন । দেখুন ভিডিয়ো . . .