পরিবর্তনের বছরে কালীঘাটে পদ্ম ফোটানো অসম্ভব নয়, কটাক্ষ দিলীপের - mamta banerjee
🎬 Watch Now: Feature Video
"শুভেন্দু অধিকারী বলেছেন কালীঘাটেও পদ্ম ফুল ফোটাবেন । অসম্ভব কিছু না । সবই হতে পারে । পরিবর্তনের বছর চলছে । পরিবর্তন অনেক কিছুই হতে পারে । আমরা অপেক্ষা করব।" বললেন দিলীপ ঘোষ । শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় সভা করতে গেলে পুলিশের তরফে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । এই নিয়ে দিলীপবাবু বলেন, "সে তো সব জায়গায় হচ্ছে । আমরা সভা করার জন্য যে মাঠ চাইছি সেই মাঠের পারমিশন দেওয়া হচ্ছে না। এমনকী সেই মাঠের পারমিশন দেওয়া হলে বলা হচ্ছে পাশের জমিতে পা দেওয়া যাবে না। এর মধ্যেই আমরা এগিয়েছি এতদূর।" চিটফান্ড মামলায় মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। সেই প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন,"যার লেজ কেটে যায় সে চায় সবার লেজ কেটে যাক । তাহলে তো মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করতে হয় । উনি তো চিটফান্ড-এর বিমান ব্যবহার করেছেন । অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন।"