দুয়ারে দুয়ারে নয়, যমের দুয়ারে সরকার : দিলীপ - দুয়ারে দুয়ারে সরকার
🎬 Watch Now: Feature Video
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা সভাপতি বিনয় বর্মণ, বংশীহারী ব্লকের সভাপতি সুপ্রিয় দত্ত , জেলা কমিটির সদস্য ফণী মাহাত এবং সঞ্জীব দাস সহ আরও অনেকে । চা-চক্র থেকে দিলীপ ঘোষ বলেন, "দিদিমণি জেলায় জেলায় শ্মশান তৈরি করছেন। হাসপাতাল আছে, সেখানে গেলে আপনাকে শ্মশানে যেতে হবে। বাড়ি ফিরে আসতে পারবেন না। কারণ হাসপাতালে ডাক্তার, নার্স কিছুই নেই ।" দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে তিনি বলেন, দুয়ারে দুয়ারে সরকার না যমের দুয়ারে সরকার এটা ।