চা চক্রে রাজ্যের মন্ত্রীদেরকে কটাক্ষ দিলীপের - BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
পুজোর পরেই চিটফান্ড তদন্তে নামবে CBI ৷ আর তা নিয়েই আজ সকালে কলেজ স্ট্রিটের চা চক্রে এসে রাজ্যের মন্ত্রীদের কটাক্ষ করতে ছাড়লেন না BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "কে কটক যাবে ? কে ভূবনেশ্বর যাবে ? যেমন সাইজের নেতা তেমন দূরে পাঠানো হবে ৷"