কোরোনা কবে যাবে বলতে পারব না, তৃণমূল মে মাসে যাচ্ছে : দিলীপ ঘোষ - রাজনীতি সংক্রান্ত খবর
🎬 Watch Now: Feature Video
"কোরোনা কবে যাবে ডেট বলতে পারব না, কিন্তু তৃণমূল মে মাসে যাবে ডেট ঠিক হয়ে গেছে ৷" পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "লালু প্রসাদ যদি জেলের ভাত খেতে পারেন, দিদিমণির কী অসুবিধা ? বাকি জীবনটা রামায়ণ পাঠ করুন, জেলের মধ্যে থাকুন । "