কল্যাণীতে যুবকের দেহ উদ্ধার, পাশে পড়ে সুইসাইড নোট ! - dead body recovered
🎬 Watch Now: Feature Video
ঘর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ । পাশে পড়ে ছিল একটি সুইসাইড নোট । নদিয়ার কল্যাণীর উত্তর চান্দামারীর ঘটনা । মৃতের নাম মোশারেফ মোল্লা । পেশায় টোটো চালক । ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ উদ্ধার করে কল্যাণী হাসপাতালে পাঠায় । পরিবারের দাবি, সুইসাইড নোটে তিন বন্ধুকে মোশারেফ তাঁর মৃত্যুর জন্য দায়ি করেছে । বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণী থানায় ।