Harari Bridge : পুরুলিয়ার বিপজ্জনক হাড়াই সেতু নিয়ে উদাসীন প্রশাসন - বরাকর রোড
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়া বরাকর রোডে বরাসিনি হয়ে বাইপাসে কাশীপুর যাওয়ার পথে সিন্দুরপুর গ্রাম ৷ আর এই গ্রামে ঢোকার মুখে হাড়াই সেতু ৷ সেতুটি সম্পূর্ণ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ৷ অথচ এই রাস্তা দিয়ে কাশীপুর, পাড়া, হুড়া, মফস্বল, 4টি থানার এলাকার মানুষ যাতায়াত করে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি এ নিয়ে নানা জায়গায় বহু বার দরবার করেও লাভ হয়নি ৷ ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি ৷ সিন্দুরপুর গ্রামে মাটি সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে প্রতিনিয়ত যান জেলাশাসক, বিডিও ৷ তবু কারও চোখে পড়েনি সেতুর বেহাল দশা ৷