বন্ধ ঘণ্টার ধ্বনি, কপিল মুনি চত্বরে শুধুই জল - Kapil Muni Temple submerged under water
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11907276-thumbnail-3x2-dk.jpg)
গঙ্গাসাগর মানেই কপিল মুনির আশ্রম । গঙ্গাসাগর মেলা । গঙ্গাস্নান । নাগা সন্ন্যাসী । কপিল মুনি মন্দিরে পূর্ণ্যার্থীদের ভিড় । মন্ত্রোচ্চারণ । ধূপের গন্ধ । চোখে এমন ছবিই ভেসে ওঠে । কিন্তু, আজ সেখানে শুধু নীরবতা । যেখানেই চোখ যাবে শুধু জল আর জল । ঘূর্ণিঝড় যশের দাপটে সব কিছু লন্ডভন্ড । সাগরের জলে ভাসছে কপিল মুনির আশ্রম ৷ কোমরের কাছাকাছি উঠে এসেছে জল ৷ জলমগ্ন হয়ে পড়ে এলাকার শতাধিক বাড়ি ।